মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০০

বিশ্ব হার্ট দিবসে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের র‌্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প

হৃদরোগ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও জীবনযাত্রায় পরিবর্তন আনতে বিভিন্ন কর্মসূচি অত্যন্ত কার্যকর

--------------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
হৃদরোগ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও জীবনযাত্রায় পরিবর্তন আনতে বিভিন্ন  কর্মসূচি অত্যন্ত কার্যকর

বিশ্ব হার্ট দিবসে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে এ আয়োজন সম্পন্ন হয়।

র‌্যালি ও আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. বিশ্বনাথ পোদ্দার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,

“হৃদরোগ একটি নীরব ঘাতক। এর প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং জীবনযাত্রায় পরিবর্তন আনতে বিভিন্ন কর্মসূচি অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।”

তিনি হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির আজীবন সদস্য আলহাজ্ব অ্যাড. ইকবাল-বিন-বাশার।

তিনি জেলা প্রশাসককে চাঁদপুরে হার্ট ফাউন্ডেশনের একটি হাসপাতাল গড়তে জায়গা দেয়ার অনুরোধ জানান।

Snapchat-1264335601

ছবি : সভাপতি রোটা: ডা. বিশ্বনাথ পোদ্দার।

প্রথমে একটি বর্ণাঢ্য র‌্যালি চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল থেকে শুরু হয়ে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে হাসপাতালের প্রশিক্ষণ কক্ষে কাউন্সেলিং, আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বক্তারা হৃদরোগ প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ, ধূমপান পরিহার ও নিয়মিত ব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন।

Snapchat-877408380

ছবি : সাধারণ সম্পাদক রোটা: অধ্যাপক মো. জাকির হোসেন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের আজীবন সদস্য স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী,

অধ্যাপক ডা. সালেহ আহমেদ, ডা. মাইনুল ইসলাম মজুমদার, ডা. মো. নূরুল হুদা ও ডা. বিশ্বনাথ পোদ্দার।

Snapchat-1517640965

ছবি :ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সম্মানিত সদস্যবৃন্দ।

উপস্থিত ছিলেন আজীবন সদস্য কাজী শাহাদাত, অধ্যক্ষ মোশারেফ হোসেন, তমাল কুমার ঘোষ, শেখ মনির হোসেন বাবুল, ডা. ছাবেরা ইসলাম, আলমগীর হোসেন পাটোয়ারী, মফিজউদ্দিন সরকার, মোস্তাক আহমেদ খান, নাছির উদ্দিন খান, খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, উজ্জ্বল হোসাইন, মো. আব্দুল্লাহ আল মামুন ও গোপাল চন্দ্র সাহা।

Snapchat-685394515

ছবি : মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. সালেহ আহমেদ।

এরপর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধারণ রোগীসহ হৃদরোগীদের বিনামূল্যে পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা প্রদান করেন। শতাধিক মানুষ এ সেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, চিকিৎসক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে, যাতে হৃদরোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় এবং সুস্থ প্রজন্ম গড়ে উঠে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়