মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:১২

সৌদি আরবে ছাদ থেকে পড়ে রামগঞ্জের রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
সৌদি আরবে  ছাদ থেকে পড়ে রামগঞ্জের রেমিটেন্স যোদ্ধার মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জের সজিব হোসেন নামের (২৫) এক রেমিটেন্স যোদ্ধা সৌদি আরবে ছাদের ওপর কাজ করার সময় হঠাৎ পা ফসকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।

জানা গেছে, উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের আথাকরা গ্রামের আকরাম উদ্দিন বেপারী বাড়ির আশরাফ আলীর ছেলে গত বছর দুয়েক আগে পরিবারের দুঃখ গোছানোর জন্য সৌদি আরব পাড়ি দেন। সেখানে তিনি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতেন। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ সময় বিকেল চারটায় কাজ করার সময় সৌদি আরবের দাম্মাম শহরের আর রাশেদ মল থেকে পড়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সজীবের মৃত্যুর খবর তার বাবা আশরাফ আলী ও সজীবের চাচাতো ভাই মো. সুমন হোসেন নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়