প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫১
মতলবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এমপি প্রার্থী মুফতি মানসুর আহমদ সাকী
ভারসাম্যপূর্ণ ও জাতীয় সরকার গঠনে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে চাঁদপুর-২ আসনে মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি মানসুর আহমদ সাকী বলেছেন, একটি ভারসাম্যপূর্ণ ও জাতীয় সরকার গঠন করার জন্যে পিআর পদ্ধতির মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন করতে হবে। যে নির্বাচনের মধ্য দিয়ে সকলের অংশগ্রহণ নিশ্চিত হবে। রাজপথের হানাহানি, সংগ্রাম ও মিছিল মিটিং বন্ধ হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজি, সন্ত্রাস হবে না। মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
|আরো খবর
তিনি আরো বলেন, সন্ত্রাসের রাজনীতি বাদ দিয়ে আমরা কল্যাণের রাজনীতি করতে চাই। আমরা সমাজে সকলকে নিয়ে কাজ করতে চাই। যে বারোটা নির্বাচন হয়েছে, একটি নির্বাচনও সুষ্ঠু হয়নি। সকল নির্বাচনই ব্যর্থ হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। আমরা নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সংসদ সদস্য পদপ্রার্থী পীর সাহেব বাগিচাপুর (রহ.)-এর সাহেবজাদা মুফতি মানসুর আহমদ সাকী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ হচ্ছে একটি জনকল্যাণমুখী দল।কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই এ দলের মূল উদ্দেশ্য। তারই ধারাবাহিকতার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারাদেশে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে বিধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩শ' আসনে প্রার্থী দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সমাজ, ভাগ্য ও মৌলিক পরিবর্তন হবে এটাই ইসলামী আন্দোলন বাংলাদেশের চাওয়া। তিনি আরো বলেন, এ দলের মধ্যে নেই কোনো চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস এবং গুম ও খুন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিকদের লিখনীর মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ আরো এগিয়ে যাবে--এটাই প্রত্যাশা করছি।
সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে পৌরসভার ভাঙ্গারপাড় এলাকায় মাওলানা ফজলুর রহমান মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলার সভাপতি মাওলানা আনসার আহমদ, পীর সাহেব বাগিচাপুরের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলার সেক্রেটারি মাওলানা ইয়াসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আলমগীর হোসাইন, উত্তর উপজেলার সেক্রেটারি মুহাম্মাদ ডালিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আকতার হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলার সভাপতি হাফেজ রাসেল আহমদ, সহ-সভাপতি মুফতি আরিফ বিল্লাহ হাবীবী, উত্তর উপজেলার সভাপতি মুহাম্মাদ খোরশেদ আলম,
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মতলব দক্ষিণ উপজেলার সভাপতি মাওলানা আবদুর রহীম, সাধারণ সম্পাদক আশরাফুল আলম নিরব, মুহাম্মাদ ইবরাহিম, মুহাম্মদ সবুজ আহমদ প্রমুখ।