মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৯

চাঁদপুর কণ্ঠে সংবাদ প্রকাশের পর নতুন করে ফরিদগঞ্জ কলেজের গেট নির্মাণের উদ্যোগ

এমরান হোসেন লিটন।।
চাঁদপুর কণ্ঠে  সংবাদ প্রকাশের পর নতুন করে ফরিদগঞ্জ কলেজের গেট নির্মাণের উদ্যোগ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের গেটের অনিয়মের অংশ ভেঙ্গে নতুন করে করা হচ্ছে।

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের গেট নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিলো। গেটের পিলার থেকে শুরু করে ছাদ পর্যন্ত বিভিন্ন স্থানে অনায়াসেই দেখা গেছে ভেতরের রড। এছাড়া ব্যবহার করা হচ্ছিলো নিম্নমানের নির্মাণসামগ্রী। এই অনিয়মের সচিত্র প্রতিবেদন ছাপা হয় চাঁদপুর কণ্ঠে।

‎প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছিলো ১৮ লাখ ৯৮ হাজার ৪৩০ টাকা। কিন্তু কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কলেজ শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষ। তাদের অভিযোগ ছিলো, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত না হওয়ায় টেকসই কাজ হচ্ছে না, বরং কাজ শেষ হওয়ার আগেই গেটের ভাঙ্গাচুরা চিত্র চোখে পড়ছে।

‎অভিযোগের আলোকে সরজমিনে গিয়ে জানা যায়, কলেজে ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা অধিদপ্তর থেকে প্রায় ২০ লাখ টাকায় একটি আধুনিক গেট নির্মাণের বরাদ্দ দেয়া হয়। টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজটি পায় এমএস হাজী জামান এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি ৪ ফেব্রুয়ারি ২০২৫ সালে কাজের অনুমতিপত্র হাতে পায়। ‎কাজ শুরুর পর থেকেই নানা অনিয়মের মধ্য দিয়ে কাজটি চলমান ছিলো। স্থানীয়দের অভিযোগ, কাজের মানহীনতার বিষয়ে বহুবার আপত্তি জানানো হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো কর্ণপাত করেনি। অনিয়ম যেনো নিয়মে পরিণত হয়েছিলো। কলেজ কর্তৃপক্ষের তিনজনকে কাজ তদারকির দায়িত্ব দেয়া হলেও তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ উঠেছিলো।

পরে চাঁদপুর কণ্ঠের এ ভ্রাম্যমাণ প্রতিনিধি গেট নির্মাণের সমস্ত তথ্য নিয়ে চাঁদপুর কণ্ঠে একটি সচিত্র প্রতিবেদন তুলে ধরেন। সেই প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়লে গেটটি ভেঙ্গে নতুন করে আবার করার জন্যে নির্দেশ প্রদান করা হয়। সে লক্ষ্যে রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সরজমিনে গিয়ে দেখা যায়, পূর্বের কাজের অনিয়মের অংশ ভেঙ্গে আবার নতুন করে গেট নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

এ সময় কাজের দায়িত্বে থাকা শ্রমিকরা জানান, গেটের নির্মাণ কাজে তাদের নতুন করে আনা হয়েছে। প্রশ্নের জবাবে তারা বলেন, শুনেছি এই গেটের কাজের অনিয়ম পত্রিকায় প্রকাশিত হয়। যার কারণে পূর্বের দায়িত্বপ্রাপ্তদের বাদ দিয়ে এখন আবার গেটের কাজে অনিয়মের অংশ ভেঙ্গে আবার নতুন করে করার জন্য আমাদেরকে আনা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়