মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৯

হাজীগঞ্জে অগ্নিকাণ্ডস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে অগ্নিকাণ্ডস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও
হাজীগঞ্জে আগুনে পুড়ে যাওয়ার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ডাটরা শিবপুর গ্রামে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া চারটি বসতঘর পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এর আগে শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাতে ওই ইউনিয়নের ডাটরা-শিবপুর গ্রামের কাজী বাড়ি সংলগ্ন নতুন পাটওয়ারী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই বাড়ির মৃত আব্দুল বারেক মাস্টারের দু ছেলে বাবুল ও বিপুলের দুটি বসতঘর ও দুটি রান্নাঘরসহ ঘরে থাকা আসবাবপত্র, তৈজসপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

আগুনে নিঃস্ব হয়েছেন দু পরিবার। ওইদিন তাদের পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। সবকিছু পুড়ে গেছে। এদিকে অগ্নিকাণ্ডের পরের দিন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়