মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০০:০৯

শাহরাস্তিতে পূজা মণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন

মো. ফয়সাল আহমদ।।
শাহরাস্তিতে পূজা মণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন
ছবি-শাহরাস্তির নুনিয়া দত্ত বাড়ির পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।

হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড়ো ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাহরাস্তি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) রাতে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ক্ষিতারপাড় পূজা মণ্ডপ ও চিতোষী পশ্চিম ইউনিয়নের নুনিয়া দত্ত বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

মন্দির পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেন। তিনি পূজা উদযাপন কমিটিকে পুলিশকে সহায়তা করার জন্যে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান এবং স্বেচ্ছাসেবকদেরও সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা নিশ্চিত করার নির্দেশনা দেন।

সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের কাছ থেকে সার্বিক বিষয়ে খোঁজ নেন।

দুর্গাপূজাকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষ শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে যাতে উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান। তাঁর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর,

চিতোষী তদন্ত কেন্দ্রের এসআই রফিকুল ইসলাম,

নুনিয়া দত্ত বাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি দীজেন্দ্র লাল দত্ত, সাধারণ সম্পাদক দেবাশীষ চন্দ্র দেবনাথ শুভ, আশীষ কুমার দত্ত, বিপ্লব কুমার দত্তসহ পূজা মণ্ডপে আগত হিন্দু ধর্মাবলম্বী ও দর্শনার্থীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়