প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৩
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারক চক্র সক্রিয়

'চাঁদপুর ইলিশ বাজার (Javed Khan)' নামে পেইজ খুলে সারা দেশের মানুষের সাথে ইলিশ মাছ পাঠানোর নামে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। বিকাশ নাম্বার (01759137708)-এর মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে।
সিলেটের দাড়িয়াপাড়ার গৌতম বণিক সোস্যাল মিডিয়ায় 'চাঁদপুর ইলিশ বাজারে'র মাধ্যমে মাছ নেয়ার অর্ডার দিয়ে প্রথমে আগাম তিন হাজার টাকা প্রেরণ করেন শর্তানুযায়ী। এরপর মাছ পৌঁছানোর কথা বলে সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) Javed Khan ফোন দিয়ে মাছের বাকি ১৪ হাজার ৫০০ টাকা বিকাশে পাঠাতে বলেন। তিনি সরল বিশ্বাসে বাকি এ টাকাটা পাঠানোর পরে পেইজে উল্লেখিত নম্বরে কল করলে আবোলতাবোল কথা বলে সংযোগ কেটে দেয়। বিষয়টি তাৎক্ষণিক চাঁদপুরের একজনকে জানালে মাছঘাটে গিয়ে জানতে পারেন, এটি ফেক আইডি এবং প্রতিদিনই সারাদেশের মানুষ এর দ্বারা প্রতারিত হচ্ছে। বাস্তবে এই আইডিটি চালায় নাহিদ নামে জনৈক প্রতারক এবং তার আরেকটি আইডি রয়েছে Nahid's World' (নাহিদ'স ওয়ার্ল্ড) নামে। এই প্রতারক বাস্তবে চাঁদপুরের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ বিষয়ে দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থাগ্রহণের জন্যে ভুক্তভোগীগণ অনুরোধ জানিয়েছেন।