মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০০:৩৪

হাজীগঞ্জে মাদ্রাসা শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে মাদ্রাসা শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
হাজীগঞ্জে মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। ছবি : চাঁদপুর কণ্ঠ।

মাদরাসা শিক্ষকদের নিয়ে হাজীগঞ্জে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার গুণগত মানোন্নয়নে সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) উপজেলার হাজেরা আলী দাখিল মাদ্রাসার হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার দক্ষিণাঞ্চলের ৫টি মাদ্রাসার শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন দেখাতে হবে। সে স্বপ্ন বাস্তবায়নে তাদেরকে অনুপ্রেরণা ও উৎসাহ দিতে হবে। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা প্রদানের পাশাপাশি তাদের দেশ ও জাতির প্রতি দায়িত্ববোধের কথা স্মরণ করে দিতে হবে। আর এসব কাজ করতে হলে আপনাদের দায়িত্বশীল হতে হবে।

হাজেরা আলী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব আবুল কাশেম মজুমদারের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোহাম্মদ আজিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম ও জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ছগীর হোসাইন।

অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া, হাজেরা আলী দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট (সুপার) মোহাম্মদ মোস্তফা কামাল, মো. শফিকুর রহমান, মো. আল ফারুক, মো. নাছির উদ্দিন, মো. আব্দুল হাই জোবাইর প্রমুখ।

এর আগে কর্মশালার শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন প্রশিক্ষণার্থী সুমাইয়া আক্তার।

কর্মশালাতে অংশগ্রহণকারী মাদ্রাসাগুলো হচ্ছে : হাজেরা আলী দাখিল মাদ্রাসা, ডাটরা-শিবপুর আজিজিয়া দাখিল মাদ্রাসা, পালিশারা দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দেশগাঁও দারুস সুন্নাহ্ দাখিল মাদ্রাসা ও আলী আহম্মদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়