প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:১২
বিচারকগণের পূজামণ্ডপ পরিদর্শন
'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণের একটি দেশ'

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর জেলা জজশীপের বিচারকগণ শ্রী পুষ্পাঞ্জলি সংঘের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
|আরো খবর
রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাত সাড়ে ১০টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদের নেতৃত্বে এ পরিদর্শন করা হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মুনতাসির আহমেদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণের একটি দেশ। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা চাই বাংলাদেশের সর্বস্তরের জনগণ যার যার নিজ উৎসব নিরাপদে পালন করুক।
এ সময় তিনি মণ্ডপের ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিরুল ইসলাম, সৈয়দ তফাজ্জল হোসেন হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, পূজা পরিষদের সভাপতি সুধীর চন্দ্র পর্বত ও সাধারণ সম্পাদক অ্যাড. পলাশ মজুমদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।