মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:১২

বিচারকগণের পূজামণ্ডপ পরিদর্শন

'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণের একটি দেশ'

স্টাফ রিপোর্টার।।
'বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণের  একটি দেশ'

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর জেলা জজশীপের বিচারকগণ শ্রী পুষ্পাঞ্জলি সংঘের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) দিবাগত রাত সাড়ে ১০টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদের নেতৃত্বে এ পরিদর্শন করা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মুনতাসির আহমেদ বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণের একটি দেশ। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরা চাই বাংলাদেশের সর্বস্তরের জনগণ যার যার নিজ উৎসব নিরাপদে পালন করুক।

এ সময় তিনি মণ্ডপের ভক্তবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমিরুল ইসলাম, সৈয়দ তফাজ্জল হোসেন হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, পূজা পরিষদের সভাপতি সুধীর চন্দ্র পর্বত ও সাধারণ সম্পাদক অ্যাড. পলাশ মজুমদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়