মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৪

চাঁদপুর ইসকন মন্দির প্রাঙ্গণে শ্রী পুষ্পাঞ্জলি সংঘের বস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর ইসকন মন্দির প্রাঙ্গণে শ্রী পুষ্পাঞ্জলি সংঘের বস্ত্র বিতরণ
চাঁদপুর শহরের মুন্সেফপাড়ায় শ্রী পুষ্পাঞ্জলি সংঘের সর্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মো. মোশারফ হোসাইন।

সনাতনী ধর্মালম্বীদের সবচাইতে বড়ো উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চাঁদপুর শহরের কুমিল্লা রোডস্থ মুন্সেরপাড়ায় শ্রী পুষ্পাঞ্জলি সংঘের উদ্যোগে শতাধিক অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে চাঁদপুর ইসকনের শ্রীশ্রী মহাপ্রভু নীলাচল মন্দির প্রাঙ্গণে স্থানীয় পুষ্পাঞ্জলি সংঘের পুজামণ্ডপে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বস্ত্র বিতরণ করেন চাঁদপুর

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মো. মোশাররফ হোসাইন।

তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা ভিন্ন ধর্মের মানুষ হতে পারি কিন্তু আমাদের দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমাদের দেশে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই। আমরা সকলেই মানুষ। এদেশের নাগরিক হিসেবে আমার আপনার সকলের অধিকারই সমান। আপনাদের এই উৎসবের পাশে আমরা সবসময়ই আছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায় ও বিএনপি নেতা আ. বাতেন চৌধুরী।

এ সময় ইসকন চাঁদপুরের সভাপতি জগদানন্দ পণ্ডিত দাস ব্রহ্মচারী, চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক গোপাল চন্দ্র সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

মুন্সেরপাড়া সর্বজনীন দুর্গোৎসব

শ্রী পুষ্পাঞ্জলি সংঘের পূজা কমিটির কমিটির সভাপতি সুধীর চন্দ্র পর্বতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. পলাশ মজুমদারের সঞ্চালনায় পূজা কমিটির অন্যান্য লোকজন সহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শতাধিক অসহায়দের নারী পুরুষদের মাঝে শাড়ি ও লুঙ্গি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়