প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৭
মতলব উত্তরে ৩১ দফা বাস্তবায়নে উঠোন বৈঠক
বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্ম লালন ও পালন করে
------ড. মোহাম্মদ জালাল উদ্দিন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে। মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ সবকিছু বুঝে শুনে এগিয়ে চলে। বিএনপি সর্বস্তরের জনগণের দল। বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্ম লালন ও পালন করে।
|আরো খবর
সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নের চরমাছুয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মতলব উত্তর উপজেলায় ‘ঘরে ঘরে জনে জনে কর্মসূচি’তে উঠোন বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রতিটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারেন, তবে সার্বিক বিবেচনায় দল একজনকেই মনোনয়ন দেবে এটাই স্বাভাবিক। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বিভেদ ও দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলে আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমরা যেহেতু দল করি, তাই আমাদের দলের নেতা তারেক রহমানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবো।
তিনি বলেন, জামায়াতে ইসলামী পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলে মাঠ গরম করছে। অথচ তারা নিজেরাই জানে না পিআর কী? তারা পিআর পিআর বলে বেহেস্তের টিকিট বিক্রি করছে।
ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দেলোয়ার হোসেন দেলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল গণি তপাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নান্নু গাজী, যুবদল নেতা ইমাম হোসেন প্রমুখ।