প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:০২
বালিয়া কল্যাণপুরসহ বিভিন্ন ইউনিয়নে পূজা মণ্ডপ পরিদর্শন
তারেক রহমানের নির্দেশেই পূজা মণ্ডপ পরিদর্শন করছি ------শেখ ফরিদ আহমেদ মানিক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় প্রত্যেকটি মন্দির কমিটির কাছে তিনি অনুদানও তুলে দেন।
|আরো খবর
সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বাদ মাগরিব চাঁদপুুর সদরের বালিয়া ইউনিয়নের রাধা গোবিন্দ মন্দির পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত পূজারী ও ভক্তবৃন্দের উদ্দেশ্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আপনারা নিশ্চিন্তভাবে আপনাদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালন করবেন। আমাদের বিএনপির সকল নেতা-কর্মী আপনাদের সেবার জন্যে প্রস্তুত রয়েছে। পূজা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে আমাদের নেতা-কর্মীদের আপনাদের সেবার জন্যে দায়িত্ব দেয়া হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশেই আমি চাঁদপুর জেলার প্রত্যেকটি পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছি। তিনি আরো বলেন, যখনই কোনো সমস্যায় পড়বেন আপনারা আমাকে ফোন দিবেন। প্রত্যেকটি পাড়া মহল্লায় আপনাদের সেবার জন্যে আমাদের লোকজন রয়েছে। এই পূজায় আপনারা আমাদের জন্যে আশীর্বাদ করবেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, আপনাদের আশীর্বাদ কামনা করছি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।
মন্দির কমিটির সভাপতি তিমির নাহার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, যুগ্ম সম্পাদক অ্যাড. জহির উদ্দিন বাবর, কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সম্পাদক আক্তার হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, সাবেক দপ্তর সম্পাদক শরীফ উদ্দিন খান, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন মিজি, সাধারণ সম্পাদক আলাউদ্দিন কাজী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, বালিয়া রাধাগোবিন্দ মন্দির কমিটির উপদেষ্টা গৌরাঙ্গ দাস, সুভাষ চন্দ্র দাস, সুবল চন্দ্র দাস, থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শেখ ফরিদ আহমেদ মানিক একইদিন রাতে কল্যাণপুর, আশিকাটি, শাহমাহমুদপুর ও রামপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং অনুদান প্রদান করেন। এর আগে তিনি সকালে চাঁদপুর সদরে বাগাদী ইউনিয়নের চরমেয়াশার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং পূজারী ও ভক্তবৃন্দের সাথে কথা বলেন।