প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৭:২৯
শাহরাস্তিতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।

বৃহস্পতিবার
|আরো খবর
(১৭ জুলাই ২০২৫) ভোর ৪টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি উপজেলাধীন টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের নিকটস্থ রেল ক্রসিং থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ । চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চেক পোস্ট বসানো অবস্থায় শাহরাস্তি থানা পুলিশ তাকে আটক করে। আটককৃতের নাম মো. হৃদয় গাজী (২২), পিতা-মো. খোকন গাজী, মাতা-সাজেদা বেগম, সাং-কুরালতলী, মিন্দাকান্দি গাজী বাড়ী, ০৯ নং ওয়ার্ড, রাম মধুপুর ইউপি, থানা-ভেদেরগঞ্জ, জেলা- শরীয়তপুর। তার নিকট হতে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট (যার মূল্য অনুমান ৬০ হাজার টাকা) জব্দ করা হয়।
গ্রেফতারকৃত হৃদয় গাজীর বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ স্বল্প মূল্যে ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) ক্রয় করে বিভিন্ন স্পটে বেশি দামে বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়া যাচ্ছিলো।