প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ২১:৫০
কচুয়ায় ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে এহছানুল হক মিলন
আগামী সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাধিক্য আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে

কচুয়ায় ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বিকেলে কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসনুল হক মিলন।
তিনি বলেন, বিএনপি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে অপপ্রচার চালিয়ে লাভ হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাধিক্য আসনে সরকার গঠন করবে। কচুয়ার মাটি বিএনপির ঘাঁটি। এই আসনে বিএনপির প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবে।
ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাষ, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, উত্তর অঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক সারফিন হোসাইন, উপজেলা যুবদলের সভাপতি আবদুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, পৌর যুবদলের সাধারণ সম্পাদক কাজী ফরহাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ প্রমুখ।
সম্মেলনে ইউনিয়ন বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক মাহবুব গাজী, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরুল হাসান, যুবদল নেতা শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা মনির আহমেদ জিসানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।