শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ২১:১১

মতলব উত্তরে মাছের হকারের লাশ উদ্ধার

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে মাছের হকারের লাশ উদ্ধার

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের আমিনপুর গ্রামে পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) দুপুর ২টার দিকে ফারজানা বেগম নামে স্থানীয় এক নারী তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনকে জানান।

খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই সুমন চন্দ্র দে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের দেহ তল্লাশি করে লুঙ্গির ভাঁজ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেন। সেখান থেকে ভিকটিমের স্ত্রী রিজমার সাথে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়।

নিহতের নাম বিল্লাল মিয়া (২৬)। তিনি হবিগঞ্জের বানিয়াচং থানার বিথঙ্গল গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে ঢাকার খিলগাঁও এলাকায় বসবাস করেন।

নিহতের স্ত্রী রিজমা আক্তার জানান, বিল্লাল যাত্রাবাড়ির আড়ত থেকে মাছ কিনে দেশের বিভিন্ন জেলায় হকারী করে বিক্রি করতেন। ঘটনার দিনও সকালেই তিনি মাছ বিক্রির উদ্দেশ্যে বাসা থেকে বের হন। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়