শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ২২:০৭

মতলব উত্তরে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধনকালে ড. জালাল

ফ্যাসিবাদের দোসররা অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা করছে

মাহবুব আলম লাভলু
ফ্যাসিবাদের দোসররা অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে  কলঙ্কিত করার চেষ্টা করছে

কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য ও চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদীরা নানাভাবে বিএনপিতে প্রবেশের চেষ্টা করছে। তারা যাতে ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে নানাভাবে কলঙ্কিত করার চেষ্টা করছে। সেজন্যে আমরা যেনো আমাদের রাজনৈতিক কার্যক্রম স্বচ্ছ রাখতে পারি, দোসররা যেনো ঢুকতে না পারে, অপপ্রচার যেনো করতে না পারে, সেজন্যে এই সদস্য নবায়ন কার্যক্রম অনেক গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদের দোসররা যাতে কোনোভাবে দলে ঢুকতে না পারে।

বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বিকেলে মতলব উত্তর উপজেলার পাঠান বাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সদস্য সংগ্রহ ও নবায়নের মাধ্যমে দলকে তৃণমূল থেকে আরো সংগঠিত করতে হবে। একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশকে যেভাবে ভেঙ্গে দিয়েছে, এখন সময় এসেছে দেশের নতুন রূপান্তরের। তা সম্ভব একমাত্র বিএনপির নেতৃত্বেই। আমাদের নেতা তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ। তিনি তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারকারীদের ‘দেশের শত্রু’ আখ্যায়িত করে সতর্ক করেন।

সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. বাবুল সরকারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন ও সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাসেল সিকদারের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার। বক্তব্য রাখেন কানাডা বিএনপির সাধারণ সম্পাদক নবির হোসেন নবি, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, আব্দুল গনি তফাদার, সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি বশির আহাম্মদ, সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাইয়ুম মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুজ্জামান আনিছ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়