শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৯:৩৫

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ

প্রবীর চক্রবর্তী ॥
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণ

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরি বাবদ চেক বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) সকালে আয়োজিত এ অনুষ্ঠানে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিতরণপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ও অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের এই ক্ষুদ্র প্রয়াস। এই সহযোগিতা হয়তোবা পর্যাপ্ত নয়, কিন্তু নতুন করে আবার শুরু করার প্রক্রিয়ামাত্র। আমরা আশা করবো, আমাদের দেখাদেখি সমাজ মহিতৈষীরা এসব পরিবারেরর পাশে দাঁড়াবেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আওরঙ্গজেব।

জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে যাচাই বাছাই করে অর্ধশত পরিবারকে এই সহায়তা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়