মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ২২:১৪

হযরত শাহরাস্তি বোগদাদী (র.)-এর মাজারের পাশে

চিরনিদ্রায় শায়িত সাংবাদিক আমরুজ্জামান সবুজ

শাহরাস্তি ব্যুরো
চিরনিদ্রায় শায়িত সাংবাদিক আমরুজ্জামান সবুজ

শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, দৈনিক ইনকিলাব ও চাঁদপুর প্রবাহের প্রতিনিধি সৈয়দ আমরুজ্জামান সবুজ (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৩ জুলাই ২০২৫) দিবাগত রাত ১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, এক ছেলেসহ বহু আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।‌

সৈয়দ আমরুজ্জামান সবুজ শাহরাস্তি উপজেলার শ্রীপুর গ্রামের মিয়া বাড়ির কৃতী সন্তান। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার বাদ জোহর শ্রীপুর কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত থেকে সাংবাদিক আমরুজ্জামান সবুজের বিদেহী আত্মার শান্তি কামনা করে বক্তব্য রাখেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, সাবেক সভাপতি সহকারী অধ্যাপক আবুল কালাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, নির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, এহতেশামুল হক সজীব, সৈয়দ জিলান মিয়া এবং পরিবারের পক্ষে একমাত্র ছেলে মো. রাকিব। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল, সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সেন্টু, নোমান হোসেন আখন্দ, অর্থ সম্পাদক জামাল হোসেন, দপ্তর সম্পাদক মহিউদ্দিন, জসিম উদ্দিন, হাসানুজ্জামান, আবু মুসা আল সিহাব, রুহুল আমিন তরুণ, জুয়েল, সিহাব, রাফিউল হাসান হামজা, বিএম নয়ন, নূরে আলম প্রমুখ। জানাজা শেষে বিকেলে হযরত শাহরাস্তি বোগদাদী (র.)-এর মাজারের পাশে সাংবাদিক আমরুজ্জামান সবুজকে দাফন করা হয়।

শাহরাস্তি প্রেসক্লাবের শোক

শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক, দৈনিক ইনকিলাব ও চাঁদপুর প্রবাহের প্রতিনিধি সৈয়দ আমরুজ্জামান সবুজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনসহ অন্য সকল সদস্য। প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অপরূপা নাট্য গোষ্ঠীর শোক

শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী পরিবারের পক্ষ থেকে সৈয়দ আমরুজ্জামান সবুজের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়সহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ। সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটার পরিবারের পক্ষ থেকেও তাঁর মৃত্যুতে গভীর শোক জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়