শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৯:৪৮

মৌলভীবাজারে সরকারের নির্লিপ্ততা ও রাজনৈতিক অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারে সরকারের নির্লিপ্ততা ও রাজনৈতিক অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

দেশজুড়ে আইন-শৃঙ্খলার চরম অবনতিতে সরকারের নির্লিপ্ততা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা যুবদল।

বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) বিকেলে শহরের শাহ মোস্তফা সড়কের ঈদগাহ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসআর প্লাজার সামনে এসে শেষ হয়। মিছিলে যুবদলের নেতা-কর্মীদের গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো শহর। মিছিল শেষে অনুষ্ঠিত হয় এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ।

এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক এম এ মোহিত।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। তিনি বলেন, “সারাদেশে গুপ্ত বাহিনী ও খুনি হাসিনার দলীয় সন্ত্রাসীদের দিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে, তা পরিকল্পিত। অথচ রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চরম নীরব। এ নীরবতা রাষ্ট্রের ব্যর্থতার প্রতিচ্ছবি।

তিনি আরও বলেন, পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে এই অপকর্মে লিপ্ত, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যুবদলের লক্ষ লক্ষ নেতাকর্মী রাজপথে প্রস্তুত রয়েছে।"

জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত বলেন,“যারা শহীদ জিয়াউর রহমানের ছবি মাড়িয়ে এবং তারে রহমানকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে, তারা এ জাতির চিরাচরিত মূল্যবোধে আঘাত হানছে। এদের রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে, এবং রাজপথেই তাদের জবাব দেওয়া হবে।"

বিক্ষোভ মিছিলে জেলা যুবদলের বিভিন্ন উপজেলার ও পৌর ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়