প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ২০:০৭
মতলব দক্ষিণে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা ও সংবাদ প্রচার করে হয়রানির অভিযোগ

মতলব দক্ষিণে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মিথ্যা মামলা ও সংবাদ প্রচার করে নিরীহ লোকদের হয়রানি করার অভিযোগ উঠেছে। এসব মিথ্যা মামলা ও মানহানিকর সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগীরা। পাশাপাশি সঠিক তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা থেকে মুক্তি চায় ভুক্তভোগী পরিবারগুলো।
|আরো খবর
জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের দক্ষিণ বারাগাঁও গ্রামের ওমেদ আলী হাজী বাড়ির মৃত ইয়াকুব আলীর ছেলে হাজী জাহাঙ্গীর আলম গং এবং একই বাড়ির সেকান্দর আলী ও বেলায়েত আলীর ওয়ারিশগণের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে হাজী জাহাঙ্গীর আলমের ছেলে জুবায়ের আহমেদ প্রতিপক্ষের ১০টি পরিবারের মোট ১২জনকে আসামী করে মতলব দক্ষিণ থানায় বসতঘরের বেড়া ভাংচুর ও নারী নির্যাতনের অভিযোগ দায়ের করেন। আসামীরা সবাই নিরীহ হওয়ায় মামলার ভয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারছেন না বলেও অভিযোগ ভুক্তভোগীদের।
এ ব্যাপারে মন্তব্যের জন্যে মামলার বাদী জুবায়ের আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
ভুক্তভোগী জসিম উদ্দিন হাজী, মোতালেব হাজী, আলমগীর হাজী, মজিবুর রহমান, মানিক হাজী, নজরুল ইসলাম, রাকিবুল হাজীসহ একাধিক লোকজন জানান, পৈত্রিক সম্পত্তি সমবন্টনের পর ইয়াকুব আলীর অংশীদার হাজী জাহাঙ্গীর আলম গং সেকান্দর আলী ও বেলায়েত আলীর অংশীদারদের ৬ শতাংশ জমি দীর্ঘদিন যাবত জবরদখল করে রাখেন। এ সম্পত্তি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইতোমধ্যে এলাকায় একাধিক সালিসও হয়। এ সালিসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সম্পত্তির কাগজপত্র বিচার বিশ্লেষণ করে প্রত্যেকের ন্যায্য হিস্যা অনুযায়ী সমবন্টন করলে আমরা তাদের কাছে ৬ শতাংশ জায়গা পাওনা হই। পরে উক্ত জায়গা পরিমাপ করে স্থানীয় সালিসগণ আমাদের সম্পত্তি আমাদেরকে বুঝিয়ে দিয়ে যান। পরবর্তীতে আমরা দীর্ঘদিন যাবত আমাদের ওই জায়গাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করি। প্রায় এক থেকে দেড় বছর আগে হাজী জাহাঙ্গীর আলম গং আমাদের গাছের চারা কেটে পুনরায় জোরপূর্বক বসতঘর নির্মাণ করে। এরপর জাহাঙ্গীর আলম গং আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। এতেও ক্ষান্ত না হয়ে সংবাদকর্মীদের মিথ্যা তথ্য দিয়ে রাস্তা অবরুদ্ধের মিথ্যা নাটক সাজিয়ে সংবাদ প্রচার করে আমাদের বিরুদ্ধে মানহানিকর অপপ্রচার চালাচ্ছে। আমরা এসব মিথ্যা মামলা ও মিথ্যা অপপ্রচারের সঠিক তদন্ত করে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।