বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১০:০৩

সারিয়াকান্দিতে বজ্রপাতে স্কুল ছাত্র নিহত

অনলাইন ডেস্ক
সারিয়াকান্দিতে বজ্রপাতে স্কুল ছাত্র নিহত

বগুড়ার সারিয়াকান্দিতে বজ্রপাতে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার (১৬ জুলাই ২০২৫) দুপুর একটার দিকে সারিয়াকান্দি উপজেলার নয়পাড়ার চরে এ ঘটনা ঘটে। নিহতের নাম নিশাদ বৈরাগী। সে কাজলা ইউনিয়নের দক্ষিণ বেনীপুর এলাকার মৃণাল কুমার বৈরাগীর ছেলে। সে ছিলো হাটশেরপুরের খোর্দ্দবলাইল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম।

পুলিশের এই কর্মকর্তা বলেন, দুপুরের দিকে নিশাদ যমুনা নদীর নয়াপাড়ার চরে গরুর জন্যে ঘাস কাটতে যায়। এ সময় আকস্মিক বজ্রপাত হলে বজ্রাঘাতে নিশাদ গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়