প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১৮:৩৮
সভাপতি আনিসুর রহমান : সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম
শাহরাস্তি উপজেলা ছাত্রসেনার কাউন্সিল সম্পন্ন

শাহরাস্তিতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উত্তর শাখার আয়োজনে শহীদ হালিম দিবস উপলক্ষে আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই ২০২৫) সকালে মেহের রেলস্টেশনস্থ শুভ হোটেল এন্ড রেস্টুরেন্টের ২য় তলায় আয়োজিত এ কাউন্সিল অধিবেশনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শাহরাস্তি উপজেলা শাখার উপদেষ্টা ডা. জালাল উদ্দিন কাছেমী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. কামরুল হাসান (বাবু)।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উত্তর শাখার সভাপতি খাজা মো. নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মাওলানা ইমাম হোসেন মাহমুদ,
সহ-সাধারণ সম্পাদক মুফতি ফজলুল কাদের বাগদাদী, বাংলাদেশ ইসলামী যুবসেনা কুমিল্লা জেলার সভাপতি মাওলানা মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ইসলামী যুবসেনা শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি শাহজাদা মো. বদরুদ্দোজাসহ অন্য অতিথিবৃন্দ।
কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান মো. সাইফুদ্দিন। অধিবেশনে ২০২৫-২৬ দু বছরের জন্যে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শাহরাস্তি উত্তর শাখার সভাপতি পদে মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক পদে হাফেজ মোহাম্মদ আল-আমিনকে নির্বাচিত করে ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
আলোচনা সভাশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয় এবং আগামী দিনে সুন্নী মতাদর্শভিত্তিক ইসলামী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে কাজ করার আহ্বান জানানো হয়। সংগঠনকে আরো গতিশীল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।