প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ২১:৩০
চাঁদপুর জেনারেল হাসপাতালের ওটির প্রবেশ রুমে অগ্নিকাণ্ড

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের ওটির প্রবেশ রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) রাত ৮ টার সময়।
|আরো খবর
জানা যায়, ওটিতে প্রবেশ রুমের দরজার পাশে থাকা বৈদ্যুতিক বক্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে গ্যাস মেরে সাথে সাথে আগুন নিভিয়ে ফেলা হয়। এতে অল্পের জন্যে বড়ো ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী হাসপাতালের আয়া মিলি বলেন, আমি ওটি ও আইসিইউতে দায়িত্ব পালন করি। ওটিতে প্রবেশ পথের দরজা বন্ধ করতে গেলে পোড়া গন্ধ পাই। বিষয়টি নার্স আছমা আপাকে জানালে আপা স্যারদেরকে ফোন করেন। এমন সময় এক পুলিশ সদস্য এসে গ্যাস মেরে আগুন নিভিয়ে ফেলেন। খবর শুনে হাসপাতালের কর্মকর্তাগণ চলে আসেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন আসেন। তবে তাদের আসার আগেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে।
এ ব্যাপারে কর্মরত চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজল বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এজন পুলিশ সদস্য ও হাসপাতালে কর্মরত আনসার সদস্যরা আগুন নিভিয়ে ফেলেন। অল্পের জন্যে বড়ো ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা হয়।
হাসপাতালের প্রধান হিসাব সহকারী ফারুকুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে তাৎক্ষণিক তা নিভিয়ে ফেলা হয়।
এদিকে আগুনের দৃশ্য ও ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে রোগীরা এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনার পরে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং অপারেশন থিয়েটারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও হাসপাতালটির শিশু ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। তখনও বড়ো ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছিলো হাসপাতাল।