শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ২২:০১

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার ২০২৫-২৬ সেশনের মজলিসে শূরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) সকাল ৯টায় চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডস্থ জেলা কার্যালয়ে এই শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন। সভা পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান।

অধিবেশনে থানা শাখাসমূহের রিপোর্ট পেশ ও পর্যালোচনা, জেলা শাখার রিপোর্ট পেশ ও পর্যালোচনা, হেদায়েতী বক্তব্য ও সভাপতির বক্তব্য কর্মসূচির অন্তর্ভুক্ত ছিলো।

অধিবেশনে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার ৮টি উপজেলা ও চাঁদপুর পৌর শাখার দায়িত্বশীলবৃন্দ (শূরার সদস্য) সহ সহযোগী সংগঠন খেলাফত যুব মজলিস, শ্রমিক মজলিস ও ছাত্র মজলিসের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

হেদায়েতী বক্তব্য পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন, সহ-সভাপতি মাওলানা আব্দুল বাকী, মাওলানা আবুল বাশার, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম ও সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম।

হেদায়েতী বক্তব্যে মাওলানা লিয়াকত হোসাইন বলেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সাংগঠনিক কর্মকাণ্ডকে বেগবান করার জন্যে এ ধরনের সভা খুবই প্রয়োজন। ‌এতে করে নেতৃবৃন্দের মাঝে দায়িত্বশীলতা বৃদ্ধি পায়। দেশ এবং দলের প্রতি নেতৃবৃন্দের যে দায়বোধ সেটির স্বচ্ছতা নিশ্চিত হয়। আপনাদের দায়িত্বশীল কর্মকাণ্ডের কারণে চাঁদপুরে বাংলাদেশ খেলাফত মজলিস একটি শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসকে আস্থা এবং বিশ্বাসের জায়গায় স্থান দিয়েছে। মানুষের এই আস্থা এবং বিশ্বাস ধরে রেখে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়