ফরিদগঞ্জে ইফার মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের দিনব্যাপী প্রশিক্ষণ
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৯:৪০
ইসলামিক ফাউন্ডেশন ফরিদগঞ্জ উপজেলার আয়োজনে ১৪০টি কোরআন শিক্ষা ও প্রাকপ্রাথমিক কেন্দ্রের শিক্ষকদের উপস্থিতিতে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শুরু উপলক্ষে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) ফরিদগঞ্জ মডেল মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আশিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাও. মো. নুরুল্লাহ, সাধারণ কেয়ারটেকার সাইফুল ইসলাম, মাহমুদুল হাসান, মো. মহসীন ও কাজী মো. আবু তাহের।
সভাপতির বক্তব্যে আশিকুর রহমান বলেন, আমাদের প্রকল্পের ৮ম পর্যায়ের কাজ শুরু হয়েছে। আমাদের যেসব মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্র রয়েছে সেগুলোকে এখন থেকে আরো বেশি কাজ করতে হবে। আমরা জানি, প্রকল্প বন্ধ থাকলেও আপনারা কেন্দ্রগুলো বন্ধ করেন নি। তবে যেহেতু নতুন করে কার্যক্রম শুরু হয়েছে, তাই আমাদের আরো বেশি পরিশ্রম করতে হবে।