শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৭:৩৮

ক্ষতিকর রং ও রাসায়নিক ব্যবহারের দায়ে চিপস কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

কবির হোসেন মিজি।।
ক্ষতিকর রং ও রাসায়নিক ব্যবহারের দায়ে চিপস কারখানাকে  ৫০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে একটি চিপস উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) দুপুরে চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদীতে ‘ফারিয়া ফুড প্রডাক্টস’ নামের একটি চিপসের কারখানাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এ সময় নিরাপদ খাদ্য অফিসার আরিফুল হাসান উপস্থিত ছিলেন।

অভিযানকালে দেখা যায়, কারখানাটি বিভিন্ন ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে পণ্য উৎপাদন করছিলো। এছাড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য তৈরি এবং ক্ষতিকর রং ও রাসায়নিক দ্রব্য মেশানোর অভিযোগ প্রমাণিত হয়। এ কারণে প্রতিষ্ঠানটিকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কারখানার মালিক মো. মহসিন তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন। এ সময় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ধ্বংস করা হয় এবং ভুয়া নাম-ঠিকানা সম্বলিত প্যাকেটসমূহ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

অভিযানের অংশ হিসেবে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্যে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, ক্রয় ভাউচার সংরক্ষণ এবং নকল ও ভেজাল পণ্য বিক্রয় ও অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

যৌথ বাহিনীর একটি টিম পুরো অভিযানে সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়