শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০০:৪৭

চাঁদপুর জেনারেল হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

পরিচয় জানতে চায় পুলিশ

বিশেষ প্রতিনিধি
পরিচয় জানতে চায় পুলিশ

২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ ৪৫ দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় থাকা অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ অবশেষে মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭টা নাগাদ তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স আনুমানিক ৮০ বছর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এই বৃদ্ধকে প্রায় দেড় মাস আগে অসুস্থ অবস্থায় চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকা থেকে স্থানীয় মাসুদ নামের এক ব্যক্তি ও এলাকাবাসী মিলে হাসপাতালে ভর্তি করেন। ভর্তি হওয়ার তারিখ ছিলো ২ জুন ২০২৫। এরপর থেকে তিনি হাসপাতালে একা ও পরিচয়হীন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। কারো সঙ্গে কোনো যোগাযোগ ছিলো না, ছিলো না কোনো আত্মীয়স্বজনের খোঁজ। মানবিক দিক বিবেচনায় হাসপাতাল কর্তৃপক্ষও তাকে যথাসাধ্য চিকিৎসা দিয়ে আসছিলো।

মৃত্যুর পর নিয়ম অনুযায়ী বৃদ্ধের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ চাঁদপুর সদর মডেল থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ সংবাদ লিখা পর্যন্ত ওই বৃদ্ধের নাম, ঠিকানা বা আত্মীয়স্বজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ অবস্থায় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, যদি কেউ এই মৃত বৃদ্ধকে চিনে থাকেন, কিংবা তার পরিচয় বা পরিবারের কোনো তথ্য কেউ জেনে থাকেন, তাহলে অবিলম্বে চাঁদপুর সদর মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন।

তিনি বলেন, আমরা সকলেই যেন দায়িত্ব নিই। পরিচয়হীন এই মানুষটির পরিচয় উদ্ধার করতে একযোগে এগিয়ে আসি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়