প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ২৩:০১
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩২১ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬০ জনের মৃত্যু হলো। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৯০৬ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
|আরো খবর
এতে বলা হয়েছে, বুধবার সকাল থেকে গত ২৪ ঘণ্টায় যে দুজন মারা গেছেন, তাদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আরেকজন চিকিৎসাধীন ছিলেন বরিশাল বিভাগীয় এলাকার একটি হাসপাতালে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হন বরিশাল বিভাগে, ১১০ জন। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭৪ জন, ঢাকা বিভাগে ৯ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন, খুলনা বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, রংপুর বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৪১ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৩৭ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৯০৪ জন। উল্লেখ্য, দেশে গতবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। সূত্র : যুগান্তর।