মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৮

শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষার্থে করণীয় বিষয়ক সভা

ধর্মীয় ভাবগাম্ভীর্যে দুর্গাপূজা পালনে সর্বাত্মক সহযোগিতা করা হবে ----পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব, পিপিএম

প্রবীর চক্রবর্তী
ধর্মীয় ভাবগাম্ভীর্যে দুর্গাপূজা পালনে সর্বাত্মক সহযোগিতা করা হবে ----পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিব, পিপিএম

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে করণীয় শীর্ষক সভা সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে দুর্গাপূজা পালনে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আপনারা ধর্মীয় গান বাজিয়ে পরিবার নিয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দ উপভোগ করবেন। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, আর কেউ কেউ আবার রাজনৈতিক ফায়দা লুটতে সমস্যা সৃষ্টি করতে পারে। এসব বিষয়ে আপনারা সজাগ থাকবেন। কোনো সমস্যা হলে সমস্যাগুলো ধৈর্য সহকারে সমাধান করতে হবে। ঘটনার সত্যতা জেনে, বড়ো আকার না করে ছোট করে সমাধান করে ফেলবেন। কোনো কিছু লুকানো যাবে না। তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জন মাগরিব নামাজের পরপরই শেষ করতে হবে।

তিনি চাঁদপুর জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুষ্কৃতকারী যেই হোক তাদের ধরামাত্র আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। যতোই ক্ষমতাধর প্রভাবশালী হোক, সুপারিশ চলবে না। শুধু তাই নয়, তালিকা অনুসারে মাদকাসক্ত ও মাদক কারবারিদের, রাস্তাঘাটে উত্ত্যক্তকারী, সাধারণ মানুষের মাঝে দেশীয় অস্ত্র সজ্জিত নিয়ে ভয়ভীতি প্রদর্শনকারী এবং কাগজপত্রবিহীন, হেলমেটবিহীন বেপরোয়া মোটরসাইকেল আরোহীসহ মোটরযান ধরামাত্র আইনের আওতায় এনে মামলা দিয়ে দিবেন। তিনি আরো বলেন, অতীতের ন্যায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা মণ্ডপগুলোতে আপনাদের দায়িত্ব পালন করার পাশাপাশি এখন থেকে যেখানে প্রতিমা তৈরি হয় বা আনা হয় সেখানে পুলিশ সদস্যরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সেখানে আনসার ভিডিপির সদস্যদের সাথে পূজা কমিটির স্বেচ্ছাসেবক সদস্য সবসময় মোতায়েন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র সাহা, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র সাহা, হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিবেক লাল মজুমদার, মতলব উত্তর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব দক্ষিণ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর কুমার ঘোষ, ফরিদগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লিটন কুমার দাস, সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ মনা, হাজীগঞ্জ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত সাহা রাজু, শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল বন্ধু মজুমদার, কচুয়া উপজেলা পরিষদেের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়