মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৯

মতলব উত্তরে কারেন্ট জাল মজুদ ও বেপরোয়া বাল্কহেড চালনার অভিযোগে ৭ জন আটক

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে কারেন্ট জাল মজুদ ও বেপরোয়া বাল্কহেড চালনার অভিযোগে ৭ জন আটক

মতলব উত্তর উপজেলার বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে এক রাতেই ৬টি পৃথক মামলা করা হয়। পাঁচটি মামলা দায়ের করা হয়েছে নদীপথে বেপরোয়া গতিতে ঝুঁকিপূর্ণভাবে নৌযান (বাল্কহেড) চালানোর অপরাধে এবং মামলা দায়ের করা হয়েছে নিষিদ্ধ কারেন্ট জাল নিজ হেফাজতে রাখার অপরাধে।

বেলতলী নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) এসব মামলা দায়ের করা হয়। বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ২৮০ অনুযায়ী মামলা ও নিষিদ্ধ জাল রাখার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ধারা ৫(২)(খ) অনুযায়ী মামলাগুলো দায়ের করা হয়।

এফআইআর নং-১৭ (জিআর নং-৫৭০)-এ নিষিদ্ধ কারেন্ট জাল নিজ হেফাজতে রাখার অভিযোগে মামলার আসামি মো. হান্নান বেপারী (৪০), গ্রাম বাহাদুরপুর, মতলব উত্তর;

এফআইআর নং-১৮ থেকে ২২ (জি আর নং-৫৭১ থেকে ৫৭৫)-এ নদীপথে বেপরোয়া গতিতে ঝুঁকিপূর্ণভাবে নৌযান চালানোর অভিযোগে মামলার আসামি কামরুল হাসান নয়ন (২৪), দাউদকান্দি, কুমিল্লা এবং মো. শাহীন (২৫), জামালগঞ্জ, সুনামগঞ্জ; মামলা নং-১৯-এর আসামি সুকানী মো. খোকন (২৬), ভোলা সদর; মামলা নং-২০-এর আসামি সুকানী মো. জসিম উদ্দিন (২৫), জামালগঞ্জ, সুনামগঞ্জ; মামলা নং-২১-এর আসামি মো. আরাফাত (২২), রামগতি, লক্ষ্মীপুর; মামলা নং-২২-এর আসামি সুকানী মোহাম্মদ নাজিমমুদ্দিন (৪৫), ভোলা সদর।

বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম বলেন, নদীপথে চলাচলকারী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের টহল অভিযান অব্যাহত রয়েছে। যে কোনো মূল্যে নদীর নিরাপত্তা ও মাছের প্রজনন রক্ষা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়