প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:২২
সাবেক এমপি রাশেদা বেগম হীরার স্বামীর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শোক

সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরার স্বামী, খাদ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম মজুমদারের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাড. মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক জানানো হয়। এতে বলা হয়, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিকুল ইসলাম মজুমদার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘রফিকুল ইসলাম মজুমদারের মৃত্যুতে তাঁর শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর শোক ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুম রফিকুল ইসলাম মজুমদার একজন আদর্শ স্বামী হিসেবে রাজনীতিবিদ স্ত্রীকে সবসময় রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসাহ ও অনুপ্রেরণা দিতেন। তিনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মানুষ। দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাত নসিব এবং গভীর শোকে ম্রিয়মাণ পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন'।
বিএনপি মহাসচিব শোকবার্তায় রফিকুল ইসলাম মজুমদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।