প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৩
লবাইরকান্দি আল আমিন আলিম মাদ্রাসার শিক্ষক মহসিন আল কবিরের ইন্তেকাল

মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার ও লবাইরকান্দি আল আমিন আলিম মাদ্রাসার ইংরেজি শিক্ষক মহসিন আল কবির আর বেঁচে নেই (ইন্নালিল্লাহি....... রাজিউন)। রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫২ বছর।
|আরো খবর
মহসিন আল কবির দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ওটারচর উচ্চ বিদ্যালয়, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় এবং আমিয়াপুর হযরত বিবি ফাতেমা (রা.) মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। তাঁর ছাত্র-ছাত্রীদের মাঝে তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও আদর্শবান শিক্ষক। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শোকসভা আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।