প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩৩
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।
|আরো খবর
সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন। সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারি কামরুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মিছলু আহমেদ চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম. আব্দুল হাই ডন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মহিউদ্দিন ঝাড়ু, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো. একরামুল কবীর, ২য় ও ৩য় ধাপের সভাপতি ছয়ফুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহকারি শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সাংগঠনিক সম্পাদক মিটন শর্মা, সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক নজরুল ইসলাম, সিন্দুরখাঁন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারাপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জনা দেবী প্রমুখ।