মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩১

বদরগঞ্জে বিষপানে একজনের মৃত্যু

ফারুক হোসেন নয়ন
বদরগঞ্জে বিষপানে একজনের মৃত্যু

রংপুরের বদরগঞ্জে বিষ পানে ফিরোজ আহম্মেদ ব্রাইট (৪০) নামে এক জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পৌর শহরের সিওরোড এলাকায়। এ এলাকার ব্রাইট মৃত ফয়েজ আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ব্রাইট দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় নিজ বাড়িতে বিষ পান করে ঘরের মেঝেতে পড়ে থাকেন। পরিবারের লোকজন মাটিতে পড়ে থাকতে দেখে ঘটনাস্থল থেকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর লোকজন আরো জানান, ব্রাইট দীর্ঘ ১০ বছর ধরে নেশায় আসক্ত ছিলেন। পরিবারের লোকজন তাকে ভালো করার জন্যে অনেক চেষ্টা করেছে, ডাক্তার দেখিয়েছে। কিন্তু ভালো হয়নি। সোমবার সকাল ৯ টার দিকে বিষ পান করে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন।

বদরগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান জানান, ফিরোজ আহমেদ ব্রাইট নামের একজন বিষ খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়