সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬

রাস্তায় থাকা মেয়েটির শিক্ষার দায়িত্ব নিলেন আসিফ

রাস্তায় থাকা মেয়েটির শিক্ষার দায়িত্ব নিলেন আসিফ
অনলাইন ডেস্ক

দিনের বেলা প্রেসক্লাবের সামনে পাগলি মায়ের সাথে ঘোরাফেরা, আর রাতের বেলা চাঁদপুর কোর্ট স্টেশন প্লাটফর্মে ঘুমিয়ে থাকা মেয়েটির শিক্ষার দায়িত্ব নিলেন

ইনফরমেশন অ্যাকসেস ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্বাধিকারী রোটারিয়ান আসিফ।

আসিফ জানায়, প্রতিদিন আমার প্রতিষ্ঠানে যাওয়ার সময় প্রেসক্লাবের সামনে চায়ের দোকানগুলোতে একটু খাবারের জন্যে পাগলী মা সালমার সাথে ঘোরাফেরা করতে দেখি এই পাঁচ বছর বয়সী মীম নামের মেয়েটিকে। প্রেসক্লাবের সামনে চায়ের দোকানটিতে পাগলী সালমা ও তার মেয়ে মিম রাত ৮/১০টা পর্যন্ত থাকে। রাতে ঘুমানোর জন্যে চলে যায় চাঁদপুর কোর্ট স্টেশন প্লাটফর্মে। প্রতিদিন সকাল বেলায় চলে আসে প্রেসক্লাবের সামনে। এখানে প্রতিদিন যারা ঘুরতে আসেন বা আড্ডা দিতে আসেন সবার প্রিয় মুখ এ শিশু মেয়েটি মিম। যার ফলে সকাল থেকে রাত পর্যন্ত মিম ও তার মা সালমার কোনো খাবারের অভাব পড়ে না। কেউ না কেউ টুকটাক খাবার দিচ্ছেই তাদের। কিন্তু অভাব শুধু মিমের শিক্ষার। অবশেষে সেই দায়িত্ব সরকার বা কোনো প্রতিষ্ঠান না নিলেও দায়িত্ব নিলেন প্রেসক্লাবের পাশে থাকা ইনফরমেশন অ্যাকসেস ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্বাধিকারী রোটারিয়ান আসিফ।

ইতোমধ্যেই আসিফ সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেইজে একটি ঘোষণা প্রকাশ করেছেন। নিম্নে তুলে ধরা হলো :

'বিনিময়ে কম্পিউটার প্রশিক্ষণ'। ৫ বছর বয়সী এতিম একটি মেয়েকে অক্ষর জ্ঞানদানের জন্যে একজন মেয়ে শিক্ষক প্রয়োজন। বিনিময়ে ৩ মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ফ্রি এবং যাতায়াত ভাড়া বাবদ মাসিক ৫০০ টাকা প্রদান করা হবে।

আগামী ১২ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্যে অনুরোধ করা যাচ্ছে।

প্রশিক্ষণ সেন্টার : ইনফরমেশন অ্যাকসেস ট্রেনিং ইনস্টিটিউট,

প্রয়োজনীয় তথ্য : জন্ম নিবন্ধন, এসএসসি পরীক্ষার সনদ, ছবি ১কপি।

--আসিফ ইসালাম

প্রতিষ্ঠান প্রধান,

ইনফরমেশন অ্যাকসেস সেন্টার। যোগাযোগ : ০১৮১৯৮৪৩৮১৯।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়