সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৮

কুমিল্লায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কুমিল্লা নগরীর কালিয়াজুরীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) ভোরে নগরীর কালিয়াজুড়ি পিটিআই স্কুল খেলার মাঠের পাশের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে তাদের মৃত্যুর সময় এখনো নিশ্চিত করা যায়নি। বাড়ির মালিক আনিছুল ইসলাম রানা জানিয়েছেন, প্রায় সাড়ে তিন থেকে চার বছর আগে কুমিল্লা আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম বাড়িটি ভাড়া নেন। গত বছর তার মৃত্যুর পর স্ত্রী তাহমিনা আক্তার (৫০) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে সুমাইয়া আফ্রিন (২৪) সহ তার আরও দুই ছেলে বাড়িটিতে থাকছেন।

বাড়ির মালিক জানিয়েছেন, বাড়িতে তারা থাকতেন। তারা অন্য কারো সাথে তেমন কথা বলতেন না। রোববার রাতে তার দুই ছেলে ঢাকা থেকে বাসায় আসলে তারা ঘরের দরজা খোলা দেখেন। এই সময় তারা ভাবে, তাদের মা ও বোন ঘুমিয়ে আছে। কিন্তু বাসায় ঢোকার পর দীর্ঘ সময় কেটে গেলেও তাদের কোনো সাড়া শব্দ না পেলে জাগাতে গিয়ে দেখেন তারা নড়ছে না। পরে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম বলেন, মরদেহগুলো উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে সিসি ক্যামেরার ফুটেজসহ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করেছেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়