প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৯
সাবেক এমপি রাশেদা বেগম হীরার স্বামী রফিকুল ইসলামের ইন্তেকাল

চাঁদপুরের কৃতী সন্তান, জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিএনপির দুবারের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও উপদেষ্টা আলহাজ রাশেদা বেগম হীরার স্বামী, খাদ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক মো. রফিকুল ইসলাম মজুমদার ইন্তেকাল করেছেন। ৭ সেপ্টেম্বর দিবাগত রাত ২টা ২৫ মিনিটে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৬ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
|আরো খবর
সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে মরহুমের প্রথম জানাজার নামাজ ঢাকায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজার নামাজ লাকসাম উপজেলার নাথের পেটুয়ায় মরহুমের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়। দু দফা জানাজা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, জনাব মো. রফিকুল ইসলাম মজুমদার দীর্ঘদিন কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। তিনি ঢাকা পপুলার হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্যে ব্যাংকক বামরুনগাড হাসপাতালে নেয়া হয়।