মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৬

মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম আবুল কাশেম পাটোয়ারী'র স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

রেদওয়ান আহমেদ জাকির
মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম আবুল কাশেম পাটোয়ারী'র  স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মরহুম আবুল কাশেম পাটোয়ারী’র স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৭ ফেব্রæয়ারি শনিবার ১১ টায় স্থানীয় মতলব কমিউনিটি সেন্টারে মতলব প্রেসক্লাব ও জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের যৌথ আয়োজনে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কবি মুহাম্মদ জাকির হোসেন।

মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে ও সাবেক সভাপতি এবং জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আমির খসরু প্রধানীয়া, গোলাম সারওয়ার সেলিম, সাবেক সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, গোলাম হায়দার মোল্লা ও বর্তমান সাধারণ সম্পাদক কামাল হোসেন দেওয়ান।

এছাড়াও বক্তব্য রাখেন জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও নারায়ণপুর ডিগ্রি কলেজের শিক্ষক মোঃ আরিফ বিল্লাহ, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোটা. রেদওয়ান আহমেদ জাকির, মতলব প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আশরাফুল জাহান শাওলিন, প্রচার সম্পাদক সমির ভট্টাচার্য প্রমুখ।

এ সময় লিটল স্কলার্স একাডেমির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ সেলিম প্রধানীয়া, মরহুমের ভাতিজা লেখক আজম পাটোয়ারী, মতলব প্রেসক্লাবের সদস্য আরিফুল ইসলাম শান্ত, মোহাম্মদ আলী পাটোয়ারী টুটুল, খোরশেদ আলম, চয়ন চন্দ্র ঘোষ, শিক্ষক এ এস পলাশ উপস্থিত ছিলেন।

সবশেষে দোয়া মিলাদ পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোরশেদ আলম সিরাজী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়