মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৬

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন। 

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, এনএসআই উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতিসহ চাঁদপুর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার,জনপ্রতিনিধি ও কমিটির সংশ্লিষ্ট অংশীজন।

আলোচনায় জেলার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়