শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৩

জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশেও পিআর পদ্ধতি নেই, বাংলাদেশে তো তা অচল ............সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু

রেদওয়ান আহমেদ জাকির
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশেও পিআর পদ্ধতি নেই, বাংলাদেশে তো তা অচল ............সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান, নোয়াখালী-২ ও ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশেও পিআর পদ্ধতি নেই, বাংলাদেশে তো তা অচল। পিআর পদ্ধতি হলো এমন এক পদ্ধতি, যেখানে একটি লিস্ট টানিয়ে দেয়া হবে, জনগণ ভোট দিলে এখানে আর এমপি পাবে দিনাজপুরে বা খাগড়াছড়িতে। ওই প্রার্থীকে তো এই এলাকার মানুষ চিনবে না, জানবেও না এবং তার কাছে যাবেও না। আমাদের দেশ এখনো শতভাগ শিক্ষিত হয়নি, আধুনিক রাষ্ট্রে প্রবেশ করেনি, তাই পিআর পদ্ধতি এখানে অচল।

শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, যারা বাংলাদেশকে আফগান বানাতে চায়, সিরিয়া বানাতে চায়, তাদের হাত থেকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্র ক্ষমতা দিতে চায়। নির্বাচনের ডেট লাইন ফিক্সড হয়েছে, নির্বাচনের জন্যে বর্তমান সরকার প্রস্তুত, নির্বাচন কমিশন ও সেনা বাহিনী প্রস্তুত।

তিনি বলেন, সমাজে পিছিয়ে পড়া মানুষের সেবা করা একটি মহতী উদ্যোগ। আগামীর সরকার গঠনে মা-বোনরা বিশেষ ভূমিকা রাখবেন। মা, বোন ও তরুণদের ভোটেই বিএনপি নির্বাচিত হবে। মা, বোনদের সাংস্কৃতিক, আচার আচরণ পরিবর্তন ও বিবর্তনের মূল নায়ক বেগম খালেদা জিয়া।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপরি সদস্য, ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। তিনি বলেন, পুরো মতলব জুড়ে ২২টি ইউনিয়নের মধ্যে পর্যায়ক্রমে সবখানে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করবো। আমাদের সকল কর্মসূচি গণমুখী। সব সময় আমরা সাধারণ মানুষের সেবা করতে চাই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত থেকে কাজ করতে চাই। তিনি আরো বলেন, বাংলাদেশের নির্বাচন বানচাল করা ও ভোট পিছিয়ে দেয়ার জন্যে গভীর ষড়যন্ত্র চলছে। তথাকথিত পিআর পদ্ধতি বাস্তবায়নে একটি দল উঠেপড়ে লেগেছে। তাদের সকল ষড়যন্ত্র আমরা রুখে দেবো। নির্বাচন যথাসময়ে হবে। যারা স্বচ্ছ, যারা পরিচ্ছন্ন, যারা শিক্ষিত, পারিবারিক ঐতিহ্য আছে এবং যারা বিগত সময়ের আন্দোলনে সংগ্রামে ছিলেন তাদেরকে এবার সংসদ সদস্য হিসেবে বিবেচনা করা হবে। আমি নিজেও একজন সংসদ সদস্য প্রার্থী। তবে ধানের শীষ নিয়ে যেই আসুক, আমরা তার পক্ষেই কাজ করবো।

তিনি আরো বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত মতলব গঠনে আমরা অগ্রণী ভূমিকা রাখতে হবে। যারা মতলবের বালু খেয়েছেন, চাঁদাবাজি করছেন ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছেন, ইতোমধ্যে তাদের বিচার হয়েছে, ভবিষ্যতেও হবে।

আলোচনা সভায় নারায়ণপুর পৌরসভার ৪নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ও শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় সদস্য মো. জাহাঙ্গীর আলম মৃধার সভাপতিত্বে ও ছাত্রদল নেতা রাশেদ মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান প্রীতম, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক ডা. রাকিবুল ইসলাম আকাশ, মতলব পৌর বিএনপির সদস্য ও জেলা বিএনপির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো. জাকির হোসেন, পৌর বিএনপির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মেজবাহ উদ্দিন মেজু, পৌর যুবদলের সহ-সভাপতি ও পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান ফরাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নূরে আলম মিয়াজী, সদস্য সচিব মো. শাহাদাত হোসেন অভি, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. ইদ্রিছ সরকার মুন্না, সাবেক ছাত্রনেতা মো. ইসমাইল হোসেন, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. ইলিয়াছ মিয়াজী, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও ইউপি সদস্য মো. আব্দুল মতিন, চাঁদপুর জেলা প্রজন্ম দলের সদস্য সচিব মো. সোহাগ হোসেন পাটওয়ারী, নারায়ণপুর পৌর বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম মেম্বার, পৌর যুবদল নেতা মো. রফিকুল ইসলাম রনি প্রধান, নারায়ণপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মামুন প্রধান, পৌর যুুবদল নেতা মো. জাকির প্রধান, মো. হুমায়ুন কবির প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়