প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২১
একটু আর্থিক সহযোগিতায় স্বাভাবিক জীবনে ফিরতে পারে নিষ্পাপ তায়েবা।। অপারেশনে প্রয়োজন লাখ টাকার বেশি
জন্ম থেকে প্রস্রাব পায়খানার রাস্তা এক হয়ে অস্বাভাবিক জীবন

মাত্র দেড় বছর বয়সের এক ফুটফুটে শিশু তায়েবা আক্তার। জন্মের পর থেকেই সে এক ভয়াবহ ও জটিল রোগে ভুগছে। জন্মের সঙ্গে সঙ্গেই ধরা পড়ে তার প্রস্রাব এবং পায়খানার রাস্তা একই। এর ফলে প্রতিদিনই নানা শারীরিক জটিলতার মধ্য দিয়ে তাকে যেতে হয়। এই সমস্যার জন্যে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তার গরিব অসহায় পরিবারের স্বজনরা চাঁদপুর এবং ঢাকাতে অনেক ডাক্তার দেখিয়েছেন। তাতেও কোনো কাজ হয়নি। কারণ চিকিৎসকরা বলছেন, অপারেশন করলে শিশুটি একেবারেই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। কিন্তু সেই অপারেশনে এক লাখ টাকারও বেশি খরচ পড়বে। যা দরিদ্র পরিবারের জন্যে একেবারেই অসম্ভব।
|আরো খবর
শিশুটি চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকায় সফিউল্লা গাজীর বাসায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকেন। তার বাবা জালাল মিয়া একজন রিক্সাচালক। একসময় গাছগাছালির কাজ করতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গাছের কাজ করতে গিয়ে গাছ থেকে পড়ে তার দুই হাত ভেঙ্গে যায়। সেই ভাঙ্গা হাত নিয়েই আজও তিনি রিক্সা চালিয়ে পরিবারের ন্যূনতম চাহিদা মেটানোর চেষ্টা করছেন। সংসারের সব কষ্ট মাথায় নিয়ে মেয়ের চিকিৎসার খরচ জোগাড় করা তার পক্ষে কেনোভাবেই সম্ভব নয়।
শিশু তায়েবার মায়ের চোখে এখন শুধুই অসহায় কান্না। প্রতিদিন মেয়েকে কষ্ট পেতে দেখে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। প্রয়োজন ছাড়াই তার প্রস্রাব ঝরতে থাকে। দেড় বছরের একটি নিষ্পাপ শিশু তখন অবুঝভাবে ব্যথা সয়ে যায়।
শিশু তায়েবাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে জরুরি ভিত্তিতে অপারেশন করার প্রয়োজন। কিন্তু সেই সাধ্য এখন তাদের কাছে ছেড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো। তাই অসহায় পরিবারটি শিশু তায়েবার সেই অপারেশনের খরচ বহনে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে। সহৃদয়, বিত্তবান ও মানবিক মানুষদের সহায়তা একান্তভাবে কামনা করেছে পরিবারটি।
শিশু তায়েবাকে সহায়তা পাঠানোর বিকাশ নম্বর : ০১৯৬৬২৩৯৩১৮ অথবা সরাসরি চাঁদপুর শহরের ট্রাক রোড গাজী সড়ক এলাকায় যোগাযোগ করলেও হবে। হৃদয়বানদের একটু ছোট্ট সহায়তা, একটু দোয়া কিংবা একটি মানবিক হাত বাড়ানো, তায়েবা আক্তারের হাসিমাখা শৈশব ফিরিয়ে দেবে৷