প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৫
ব্যবসায়ী ও সমাজসেবক কামরুল হাসান লিটনের ইন্তেকাল

চাঁদপুর শহরের পৌর ১০নং ওয়ার্ড পালপাড়ার বাসিন্দা, ব্যবসায়ী ও সমাজসেবক কামরুল হাসান পাটওয়ারী লিটন (৫৭) ঢাকাস্থ পিজি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) রাত তিনটায় মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি.…....রাজিউন)। কামরুল হাসান পাটওয়ারী লিটন দীর্ঘদিন ক্যান্সার ও কিডনিজনিত সমস্যাসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান, বৃদ্ধা মাতা, দুই ভাই, এক বোনসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুমা পালপাড়াস্থ তার নিজ বাসভবনের সামনে বাইতুস সালাত জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে স্থানীয় বাসিন্দারা ও তার অনেক আত্মীয় স্বজন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাজার নামাজে ইমামতি করেন পালপাড়া বাইতুস সালাত জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা তোফায়েল আহমেদ। কামরুল হাসান লিটনের দ্বিতীয় জানাজার নামাজ বাদ আসর তার গ্রামের বাড়ি সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর আ. গণি পাটওয়ারী বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, কামরুল হাসান লিটনের ছোটভাই দুবাই প্রবাসী ও দুবাইয়ের ব্যবসায়ী সমাজসেবক শাহাবুদ্দিন ফিরোজের বড়ো ভাই। ফিরোজ এক বার্তায় তার মরহুম ভাইয়ের রুহের মাগফেরাত কামনায় সকলের দোয়া কামনা করেছেন।