প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪২
ফরিদগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর মহিলা দল।
|আরো খবর
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা সদরস্থ আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদল নেতা অনিক হাসান মাসুমের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক মহিলা নেত্রী শারমিন করিম। তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমান সময়ে নারীর ক্ষমতায়ন, অধিকার আদায় এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় এ সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। বিএনপি ও বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের মতো মহিলা দলেও কিছু অনুপ্রবেশকারী ঢুকেছে। এদের এখনই প্রতিহত করতে না পারলে আগামীতে বিএনপির দুর্দশা চরম পর্যায়ে পৌঁছবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন স্বপন ও ১৪নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাজান গাজী। উপস্থিত ছিলেন মহিলা নেত্রী ফিরোজা বেগম মেম্বার, রীনা বেগম, নাছরিন বেগম, সাহিদা বেগম, হাসনাহেনা, হোসনেয়ারা, পারুল বেগম, নাজমা বেগম, রুজিনা বেগম, বিউটি বেগম, সভানেত্রী ৭নং ইউনিয়ন ও সাবেক ওয়ার্ড মেম্বারসহ চার শতাধিক মহিলা কর্মী।