শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:১৩

কুমিল্লায় বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের ত্রিবার্ষিক সম্মেলন

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা
কুমিল্লায় বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের ত্রিবার্ষিক সম্মেলন

"ওঁ নমো ব্রহ্মণ্যে নমঃ" এ মহামন্ত্র সামনে রেখে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কুমিল্লা জেলা ও মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরবেলা কুমিল্লা নগরীর মহেশাঙ্গন নাট মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কুমিল্লা জেলা শাখার আহ্বায়ক শ্রী চঞ্চল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্রী কালী শংকর চক্রবর্তী।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি, সাবেক অতিরিক্ত সচিব শ্রী অসিত কুমার মুকুট মনি এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহাসচিব বিপ্র শিরোমণি শ্রী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সভাপতি মণ্ডলীর সদস্য অধ্যাপক ড. শ্রী বিপ্লব গাঙ্গুলী, সিনিয়র যুগ্ম মহাসচিব শ্রী বাপ্পি কাঞ্জিললাল, যুগ্ম মহাসচিব অ্যাড. শ্রী রতন চৌধুরী, অর্থ সম্পাদক শ্রী সঞ্জয় চক্রবর্তী, সহ-মহিলা বিষয় সম্পাদিকা ডা. প্রিয়াংকা চক্রবর্তী, কেন্দ্রীয় সদস্য সমীর চক্রবর্তী ও চট্টগ্রাম বিভাগীয় সম্পাদক অ্যাড. দেবব্রত চক্রবর্তী।

এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশ চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি অ্যাড. সরোজেন্দু রায় কানু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি চন্দন কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন ঐক্য ফ্রন্ট কুমিল্লা মহানগর আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহা ও ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর আহ্বায়ক কমল চন্দ খোকন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য্য, ঈশ্বর পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুধাংশু মজুমদার, ত্রিশূল গীতা শিক্ষালয়ের উপদেষ্টা ড. বিশ্বজিৎ দেব, চৌদ্দগ্রাম উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী ও কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক অমর ভট্টাচার্য্যসহ জেলার বিভিন্ন উপজেলা হতে আগত নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব চন্দন চক্রবর্তী।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ শেষে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এরপর সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার শিল্পী শ্রীগুরুদাস ভট্টাচার্য্য ও প্রিয়ন্তী চক্রবর্তী।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সদস্য বাসুদেব চক্রবর্তী ও পরমানন্দ গোস্বামী।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বক্তারা বলেন, দেশে একটি বৈদিক বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় সংস্কৃতি কলেজ প্রতিষ্ঠাসহ সনাতন ধর্মীয় শিক্ষা কেন্দ্র চালু করতে হবে। গীতা শিক্ষার পাশাপাশি চণ্ডী শিক্ষার ব্যবস্থা নিতে হবে। বক্তারা উল্লেখ করেন—“সনাতনীদেরকে এগিয়ে নিতে ঐক্যের বিকল্প নেই।”

অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে নির্বাহী সভাপতি সাবেক অতিরিক্ত সচিব শ্রী অসিত কুমার মুকুট মনির সভাপতিত্বে নতুন কমিটি ঘোষণা করা হয়। শ্রী চঞ্চল চক্রবর্তীকে সভাপতি ও শ্রী চন্দন চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কুমিল্লা জেলা কমিটি এবং শ্রী কালী শংকর চক্রবর্তীকে সভাপতি ও পিন্টু চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কুমিল্লা মহানগর কমিটি ঘোষণা করেন মহাসচিব বিজয় কৃষ্ণ ভট্টাচার্য্য।


ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়