প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৪৬
মতলব উত্তরে মাইক্রোবাসে আগুন!

ঢাকা থেকে চাঁদপুরগামী একটি মাইক্রোবাসে গ্যাস লিক হয়ে আগুন ধরে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) সকাল পৌনে ১১টার দিকে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপাথালিয়া নামক স্থানে বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর ফায়ার স্টেশনের সাব-স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম।
|আরো খবর
দুর্ঘটনায় কবলিত গাড়িটির মালিক সরোয়ার। চালক ছিলেন মোহাম্মদ আজাদ। তবে গাড়ির মধ্যে কোনো যাত্রী ছিলেন না।
সাব-অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, সকালে সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়েছে।
আগুনে ওই গাড়িটির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। গ্যাস লিকেজ থেকেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।