প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৪
মতলব পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শনে ইউএনও আমজাদ হোসেন

মতলব পৌরসভার রাস্তা নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও উপজেলা পরিষদের অন্যান্য সেবা কেন্দ্রের অবকাঠামো উন্নয়নসহ একাধিক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন।
|আরো খবর
শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থাসহ অন্যান্য উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও জনগণের সাথে মতবিনিময় করেন।
তিনি ম্যাক্সি স্ট্যান্ড থেকে মতলব বাজার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, মধ্য কলাদি সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা এবং উপজেলা পরিষদের অন্যান্য সেবা কেন্দ্রের অবকাঠামো উন্নয়নসহ একাধিক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
ইউএনও মো. আমজাদ হোসেন বলেন, উন্নয়ন প্রকল্পগুলো সময় মতো ও মানসম্মতভাবে শেষ হচ্ছে কিনা তা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। জনগণের টাকায় বাস্তবায়ন হওয়া এসব যেন সঠিকভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে নিয়মিত মনিটরিং করছি। সকলকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই।