শনিবার, ১০ মে, ২০২৫  |   ৩৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০০:০০

নামের মাঝেই হোক তাদের যথার্থ পরিচয়

নামের মাঝেই হোক তাদের যথার্থ পরিচয়
অনলাইন ডেস্ক

জনপ্রিয় গানের কথা এমন--'নামের বড়াই করো নাকো নাম দিয়ে কী হয়/নামের মাঝে পাবে নাকো সবার পরিচয়।' গানের কথার তিক্ত বাস্তবতার মধ্যেও কিছু নামে মধুর বাস্তবতাও খুঁজে পাওয়া যায়। যেমনটি পাওয়া গেছে ফরিদগঞ্জে। সোমবার চাঁদপুর কণ্ঠে 'অসহায় প্রতিবন্ধীকে মালামালসহ দোকান করে দিলো হাদিয়া ফাউন্ডেশন’ শিরোনামের সংবাদ পড়ে প্রতিষ্ঠানটির নামের সার্থকতা খুঁজে পাওয়া গেলো। এ সংবাদে চাঁদপুর কণ্ঠের ফরিদগঞ্জ প্রতিনিধি লিখেছেন, ফরিদগঞ্জের সাহেবগঞ্জ এলাকায় এক অসহায় প্রতিবন্ধী যুবককে মালামালসহ দোকান করে দিলো হাদিয়া ফাউন্ডেশন। এছাড়াও হাদিয়া ফাউন্ডেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীর হাদিয়া পেলো অসহায় ৪ পরিবার। ৪টি ছাগল পেয়ে তারা উৎফুল্ল। ফরিদগঞ্জের ঐতিহ্য খেজুর গাছ প্রায় বিলুপ্তির পথে। তাই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪শ’ খেজুর গাছ রোপণ করে তাক লাগিয়ে দিলো হাদিয়া ফাউন্ডেশনের যুবারা। ২৬ আগস্ট শনিবার সকালে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিথিরা বলেন, কয়েক বছর আগেও মাঠে অনেক খেজুর গাছ ছিল। এলাকায় অনেক গাছি খেজুর গাছ কাটতেন। কিন্তু এখন আর এসব দেখা যায় না। শীতকালে আমাদের গ্রামে পিঠাণ্ডপুলির উৎসবমুখর আমেজ থাকতো। খেজুর গাছ ও গাছির অভাবে বর্তমান তরুণ প্রজন্ম সেই আমেজ থেকে বঞ্চিত হচ্ছে। ফরিদগঞ্জের গ্রামে-গঞ্জে এক সময়ের এই ঐতিহ্য আজ জাদুঘরে যাওয়ার উপক্রম হয়েছে। এজন্যে হাদিয়া ফাউন্ডেশনের চিন্তা-ভাবনা বাঙালির চিরচেনা ঐতিহ্য ফিরিয়ে আনা যায় কি না। মূলত গ্রাম বাংলার ঐতিহ্য টিকিয়ে রাখতে হাদিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে খেজুর গাছ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। হাদিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা কমিটির সদস্য ও কুমিল্লা সিটি কর্পোরেশনের হিসাব রক্ষক আইন সহকারী মোঃ নুর নবী আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাদিয়া ফাউন্ডেশন নামের স্বেচ্ছাসেবী এ সংগঠনটি ফরিদগঞ্জ উপজেলায় গত দু বছর পূর্বে প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প, ইফতার, ঈদ উপহার সামগ্রী, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান ও হতদরিদ্র পরিবারদের স্বাবলম্বী করতে নানা কর্মসূচি পালন করে আসছে।

‘হাদিয়া’ একটি আরবি শব্দ। এটির অর্থ দান, উপহার, উপঢৌকন। ফরিদগঞ্জের 'হাদিয়া ফাউন্ডেশন' নামের সাথে মিল রেখে দান, উপহার প্রদান তথা দাতব্য কাজই করছে। তারা প্রতিবন্ধীকে মালামালসহ দোকান করে দেয়ার যে কাজটি করেছে, নিঃসন্দেহে সেটি অনেক বড় কাজ। তবে তারা চারশ' খেজুর গাছ লাগানোর যে উদ্যোগ নিয়েছে, সেটির ব্যঞ্জনা অনেকের মনকেই ছুঁয়েছে। রোপিত খেজুরের চারা সংরক্ষণে তারা যদি উদ্যোগ নেন, তাহলে একদিন বেড়ে ওঠা খেজুর গাছগুলো যে নান্দনিক দৃশ্যপট তৈরি করবে, তা আগাম ভাবতেও যে কারো মনে শিহরণ না জেগে পারে না। তারা তালের চারা রোপণের উদ্যোগও নিতে পারেন। বাংলাদেশের বিভিন্ন স্থানে সড়কের দুপাশে তালের চারা লাগিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সংবাদের উপজীব্য হয়েছেন। কেননা তাল ও খেজুর গাছে সড়কে যে সৌন্দর্য প্রতিভাত হয়, সেটা অন্যান্য গাছে ততোটা হয় না। আমরা ফরিদগঞ্জের হাদিয়া ফাউন্ডেশনকে ধারাবাহিক ছোট-বড় দাতব্য কাজের মাধ্যমে নিজেদের নামের সার্থকতা প্রতিপন্ন করার ক্ষেত্রে বারবার সফল দেখতে চাই এবং তাদের জন্যে নিরন্তর শুভ কামনা করতে চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়