প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৩:০৫
সিলেটের ভোলাগঞ্জে অবৈধভাবে সাদা পাথর উত্তোলন ও প্রকৃতি পরিবেশ ধ্বংসের প্রতিবাদে মৌলভীবাজারে বিজ্ঞান আন্দোলন মঞ্চের প্রতিবাদ সমাবেশ
ভোলাগঞ্জে পাথর লুটপাটের প্রতিবাদ ও পরিবেশ রক্ষার দাবিতে সমাবেশ

সিলেটের ভোলাগঞ্জে অবৈধভাবে সাদা পাথর উত্তোলন ও প্রকৃতি পরিবেশ ধ্বংসের প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার বিজ্ঞান আন্দোলন মঞ্চ।
|আরো খবর
বুধবার (১৩ আগস্ট ২০২৫) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সমাবেশে বিজ্ঞান আন্দোলন মঞ্চের জেলা সংগঠক রাজিব সূত্রধরের সভাপতিত্বে এবং জেলা সংগঠক হিরণ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মাধুরি মজুমদার, মহিলা ফোরাম জেলা সংগঠক রেহনোমা রুবাইয়াৎ, বিজ্ঞান আন্দোলন মঞ্চের বিশ্বজিৎ নন্দী এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
সংহতি প্রকাশ করেন হাওর আন্দোলন মৌলভীবাজার-এর সদস্য সচিব খছরু চৌধুরী, চারণ জেলা সংগঠক হৃদয় অধিকারী, মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবী আশুতোষ দে, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় সদস্য বিপাশা দাশ গুপ্ত।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা পাথর লুটপাটকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি জানান।
ডিসিকে/এমজেডএইচ