বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৩:১১

‘প্রশাসনিক ঝামেলা গ্রাম পুলিশ আমার ভাতিজা রনি দেখবে’

রামগঞ্জে অবৈধ বালু উত্তোলনকারীর দম্ভোক্তি

রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি
রামগঞ্জে অবৈধ বালু উত্তোলনকারীর দম্ভোক্তি

লক্ষ্মীপুরের রামগঞ্জে গ্রাম পুলিশ ভাতিজার দাপটে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন যাবত বালু উত্তোলন করছে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের গ্রাম পুলিশ মো. রায়হান রনির চাচা মোহাম্মদ আলী। খাল খনন করার ড্রেজিং মেশিন দিয়ে রাত-দিন বালু উত্তোলন করে ফসলের জমি ধ্বংস করায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

গ্রামবাসী আবদুল মোতালেব, রফিক পাটোয়ারী, রবিউল সহ কয়েকজন বুধবার (১৩ আগস্ট ২০২৫) দুপুরে সাংবাদিকদের জানান, নোয়াগাঁও ইউনিয়নের গ্রাম পুলিশ মো. রায়হান রনির নির্দেশে তার চাচা মোহাম্মদ আলী (চাদগাজী বাড়ি প্রকাশ রনি চকিদার বাড়ি) খাল খননের বড়ো ড্রেজিং মেশিন দিয়ে প্রায় এক কিলোমিটার দূরের ফসলি জমির মাঠ থেকে বালু উত্তোলন করে বাড়ির পাশের জমি ভরাট করছে।

বালু বিক্রেতা আবু তাহের বলেন, আমার সম্পত্তি থেকে আমার আত্মীয় মোহাম্মদ আলীকে বালু দিয়েছি। একই গ্রামের রেজ্জাক ড্রেজিং মেশিন পরিচালনা করছে।

বালু দিয়ে জমিন ভরাটকারী মোহাম্মদ আলী বলেন, ৮ টাকা ফুটে রেজ্জাক বালু উত্তোলন করে দিচ্ছে। প্রশাসনের কোনো ঝামেলা হলে তা আমার ভাতিজা গ্রাম পুলিশ রনি ও ড্রেজার মালিক আল আমিন দেখবে।

নোয়াগাঁও ইউপি সচিব মোঃ নুরুল হুদা ও ভারপ্রাপ্ত ভূমি কর্মর্কতা মো. ইছমাইল হোসেন বলেন, ১০/১২দিন যাবত বালু উত্তোলন করা হলেও গ্রাম পুলিশ আমাদের জানায়নি। সাংবাদিকদের কাছ থেকে জেনে তাকে ফোন দিলে ঘটনার সত্যতা স্বীকার করে।

নোয়াগাঁও ইউপির প্রশাসক মাধব চন্দ্র মজুমদার বলেন, বালু উত্তোলন অবৈধ। এই অবৈধ ড্রেজিং মেশিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়