প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৯:৪০
ফরিদগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ।। ইউপি সদস্য বললেন ছোট ঘটনা

ফরিদগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের তুলাতলী বাজার এলাকায় গত সোমবার (১১ আগস্ট ২০২৫) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামীরও মারধরের শিকার হয়েছেন ভুক্তভোগী ওই গৃহবধূ। এদিকে ঘটনাটি ছোট হিসেবে আখ্যা দিয়ে নিজে সালিস ডেকেছেন স্থানীয় ইউপি সদস্য। এ নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
|আরো খবর
জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। ঘটনার দিন বিকেলে ভুক্তভোগী বাড়ির পাশের একটি কৃষি জমি থেকে কচু শাক তুলতে যান। এ সময় ওই এলাকার মৃত হানিফ পাটওয়ারীর ছেলে সোহাগ পাটওয়ারী (৩১) তাকে ধর্ষণের চেষ্টা করে। অভিযুক্ত সোহাগ পাটওয়ারীর বিরুদ্ধে এলাকায় আগেও এ ধরনের ঘটনার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী বলেন, ঘটনাটি ঘটার পর আমি লোক সমাজে মুখ দেখাতে পারি না, স্ত্রী-সন্তান নিয়ে আমি অনেক বেকায়দায় আছি। আমাদের মেম্বার বলেছেন সমাধান করে দিবেন, উচিত বিচারের আশায় রয়েছি। এদিকে খবর পেয়ে বুুধবার (১৩ আগস্ট ২০২৫) ঘটনাস্থলে ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মাঈনুদ্দিন বলেন, ঘটনাটি জেনেছি। ছোট ঘটনা হওয়ায় আমি নিজেই সালিসের মাধ্যমে সমাঝোতার চেষ্টা করছি। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।